আজ সোমবার থেকে বাংলাদেশের উপর দিয়ে কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু
ব্রেকিং নিউজ:
আজ সোমবার (ডিসেম্বর ৩০, ২০২৪) থেকে শুরু করে আগামী ১ সপ্তাহ বাংলাদেশের উপর দিয়ে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের আজ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সোমবার ভোর থেকে ঘন কুয়াশা প্রবেশ করা শুরু করেছে রংপুর ও রাজশাহী বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে।
----> আজ সোমবার সন্ধ্যার পর থেকে পুরো দমে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলা।
------> আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
-------> মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রবেশ করার আশংকা করা যাচ্ছে খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে।
--------> বুধবার সন্ধ্যার পরে কুয়াশা পৌঁছে যাওয়ার আশংকা করা যাচ্ছে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।
--------> বুধবার সারাদিন রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
--------> আগামী বুধবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ তাপমাত্রা বয়ে যাওয়ার আশংকা করা যাচ্ছে। অর্থাৎ, আগামী বুধবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
------> আগামী বুধবার ও বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপরে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া.কম ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/
Comments