সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের


আজ রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী  বিভাগের বিভিন্ন জেলায় থেমে-থেমে একাধিক বার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের

আশংকা খুবই বেশি:

রাজশাহী  বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর৷

আজ প্রথম দফা বজ্রবাহি বৃষ্টি হলেও 

দ্বিতীয় পর্বে ৮ টা ৪৫ মিনিট পর ও ১২ টা ৩০ মিনিট পর থেকে ৬ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী শিলাবৃষ্টি সম্মুখীন হতে চলছে।

বিশেষ করে..

দুপুর ১ টায় ভারী বজ্রপাত শুরু হবে সম্ভাবনা রয়েছে ৯২% ও ২ টায় ৮২।

৩টা থেকে ৬ টার মধ্যে সম্ভাবনা রয়েছে ৫৭%৫১%

রাজশাহী বিভাগ: রাত ১ টার সময় ব্যাপক বজ্রপাত ও

বৃষ্টি শুরু হয়েছে বগুড়া জেলায়। রাত ১ টার পর থেকে

ভোর ৪ টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপর

দিয়ে ব্যাপক বজ্রপাত ও বৃষ্টি অতিক্রম করবে।

আজ দিন ও রাতের  যে কোন সময় বৃষ্টি এবং   অধিকাংশ আকাশ  মেঘলা থাকবে। 

আজ থেকে শুরু হওয়া এই বৃষ্টি আগামী ২০ তারিখ পর্যন্ত বলয় থাকবে ইনশাআল্লাহ। 


এ সময় নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিচ্ছি। 

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

২. জানালা ও দরজা বন্ধ রাখুন।

৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

৪. নিরাপদ স্থানে আশ্রয় নিন।

৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।

৬. কংক্রিটের মেঝেতে শোবেন না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না।

৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।

৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।


কমপক্ষে বজ্রপাতের ১ ঘন্টার জন্য নিরাপদ স্থানে থাকতে হবে শেষ না হওয়া পর্যন্ত। 

সংবাদ টি শেয়ার করুন 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?