তীব্র শীত ও শৈত্যপ্রবাহের সময় জানালেন আবহাওয়াবিদরা



শীত


কিছু দিন ধরে দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকছে। পঞ্চগড় বা শ্রীমঙ্গলের মতো অঞ্চলগুলোতে তাপমাত্রা কখনো কখনো ১০ ডিগ্রির নিচেও নামছে। তবে রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলেই শীত থাকছে সহনীয় পর্যায়ে।

আবহাওয়াবিদরা জানান, পৌষের মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা বেশ খানিকটা বাড়তে পারে। দেশের উত্তর ও পশ্চিমের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সামগ্রিকভাবে পৌষের শেষার্ধ ও মাঘের প্রথমার্ধ (জানুয়ারি) জুড়ে এবার শীত বেশি অনুভূত হতে পারে গত বছরের তুলনায়।
 
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘২৯ ডিসেম্বরের (১৪ পৌষ) পর শীতের তীব্রতা বাড়তে পারে যা অব্যাহত থাকবে জানুয়ারি মাসেও। ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে শীতপ্রবণ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’
 
হাফিজুর রহমান  বলেন, ‘আমরা ধারণা করছি গত বছরের তুলনায় এবার জানুয়ারিতে শীত তীব্র হতে পারে। আমরা ১ জানুয়ারি একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাসের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত বলব। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে জানুয়ারিতে শীত কিছুটা বেশি থাকতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।



ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া.কম ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?