Posts

Showing posts from January, 2025

আজ থেকে সিরাজগঞ্জে শৈত্যপ্রবাহ শুরু

Image
ব্রেকিং নিউজ সুযোগ বুঝে উনি টুপ করে ঢুকে পড়েছেন আজ রাত ১২ টা থেকে 😜 উনি কিন্তু দিল্লী থেকে রওনা দিয়া আজ সন্ধ্যার পর থাইকা রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ঢুকে পড়ে শুরু করে দিয়েছেন। আশংকা করছি আগামীকাল সকালের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনিসংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোতে পৌঁছে যাবে।  আজ রাত থেকেই সিরাজগঞ্জ ১ সাপ্তাহের জন্য শৈত্য প্রবাহ শুরু হবে ইনশাআল্লাহ।  এবং আজ থেকে খুবই ঘন কুয়াশা পরবে ইনশাআল্লাহ। ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী  ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া.কম ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/