তাপ-প্রবাহ পূর্বাভাস সিরাজগঞ্জ সহ দেশব্যাপী
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগামী ২৬ শে মার্চ এর পর থেকে ৭ ই এপ্রিল পর্যন্ত তাপ-প্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
প্রবাদে আছে সকাল বেলার আকাশ দেখে বুঝা যায় দিনটা কেমন হবে। আজ (২৫ শে মার্চ, ২০২৫) রাত ১২ টা ৩০ মিনিট সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বিশ্লেষণ করে বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশই সম্পূর্ণ রূপে মেঘমুক্ত অবস্থায় দেখা গেছে। আজ থেকে ভারত ও বাংলাদেশের উপরে বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে যার কারণে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশের আকাশে মেঘের সৃষ্টি হতে বাধাপ্রাপ্ত হবে। আশংকা করা যাচ্ছে এই অবস্থা ৭ থেকে ১০ দিন অব্যাহত থাকার। ফলে আজ থেকে বাংলাদেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করবে ও ২৬ শে মার্চের দিন থেকে দেশের বিভিন্ন জেলার উপরে মৃদু তাপ-প্রবাহ শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। ৩০ শে মার্চ থেকে দেশের অর্ধেকের বেশি জেলার উপরে তাপ-প্রবাহের আশংকা করা যাচ্ছে।
এপ্রিল মাসের ৫ তারিখের পূর্বে দেশের উপর উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বৃষ্টি হবে কবে
--------------------
আজ থেকে আগামী এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তবে ৯ তারিখ বিকেল থেকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি শুরু হবে ইনশাআল্লাহ৷
কালবৈশাখী ঝড়ের মৌসুম সবে শুরু হতে যাচ্ছে। এই সময় বাতাসে জ্বলিয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে। ফলে এই সময়ে ঝড় থেকে খুবই কম পরিমাণ বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড়ের শুরুতে ঝড়গুলো থকে বৃষ্টি অপেক্ষা ধূলি-ঝড় বেশি হয়। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পেতে এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঈদের দিন বৃষ্টি হবে বিকেলে তাহা সামান্য পরিমাণ।
Comments