দেশে বর্ষা ঢুকছে আজ, ভ্যাপসা গরম থেকে রেহাই কবে?

ছবি- এআই থেকে সংগ্রহ 

আপডেট -৩ টা এএম 
পাবলিশ ৮ টা ৫৯ এএম 
বুধবার 


আজ বুধবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে।


সকাল থেকে ভ্যাপসা গরম। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা। রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে অস্বস্তি কাটছে কোথায়! এর মাঝেই বর্ষা নিয়ে আশার বাণী দেখাচ্ছে। আজ বুধবার ১৪ মে  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই  বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে, আগামী দু’দিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর দিয়ে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বর্ষার আগমনের ক্ষেত্র প্রস্তুত। আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও বাংলাদেশ ৫ জুন। এর আগে গত ১২ ই মে  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ মে দেখাচ্ছিল। সাধারণত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ‘অনসেট’ হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে ‘অনসেট’ হয়েছিল। এ বার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে এর পর বাংলাদেশে। পূর্বাভাস যদি মিলে যায়, তবে ২০০৯ সালের মতো এ বারও দেশে আগে ঢুকবে বর্ষা।

কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষা শুরুর বিস্তর ফারাক রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসের রাডার  জানাচ্ছে, ১২  জুন নাগাদ বাংলাদেশে প্রবেশ করবে। 

সাধারণত মে ২০ থেকে জুন ১৯ এই সময়ের মধ্যে মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করে বর্ষা ঋতুর।  মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের দক্ষিণ সীমানায় অবস্থান করছে এখন। 

বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা একটা সাইক্লোনিক ঘূর্ণিবাত্যার জন্য প্রস্তত হয়ে আছে যা নিম্নচাপ অবস্থা থেকে ক্যাটাগরি এক মাত্রার ঘূর্নিঝড়ের আদলে রুপ গ্রহণ করতে পারে। 

এমতাবস্থায় ঘূর্ণিঝড় শেষেই মে এর শেষ সপ্তাহে মৌসুমী বায়ুর অগ্রভাগ দেশের উপকূলভাগে এসে স্থলভাগের শুষ্ক বাতাসের সাথে আন্ত:ক্রিয়ায় প্রাক মৌসুমি বজ্রবৃষ্টি এবং খুবই অল্প সময়ের মাঝেই তথা জুন এর প্রথম সপ্তাহ থেকেই বর্ষার আগমন করবে।  

গত বছরের তুলনায় এবারের বর্ষাকাল বৃষ্টিবহুল হতে পারে, এমনকি বন্যা পরিস্থিতিও তৈরী করতে পারে। 


ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের