দেশে বর্ষা ঢুকছে আজ, ভ্যাপসা গরম থেকে রেহাই কবে?
![]() |
ছবি- এআই থেকে সংগ্রহ |
আপডেট -৩ টা এএম
পাবলিশ ৮ টা ৫৯ এএম
বুধবার
আজ বুধবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে।
সকাল থেকে ভ্যাপসা গরম। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা। রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে অস্বস্তি কাটছে কোথায়! এর মাঝেই বর্ষা নিয়ে আশার বাণী দেখাচ্ছে। আজ বুধবার ১৪ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে, আগামী দু’দিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর দিয়ে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বর্ষার আগমনের ক্ষেত্র প্রস্তুত। আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও বাংলাদেশ ৫ জুন। এর আগে গত ১২ ই মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ মে দেখাচ্ছিল। সাধারণত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ‘অনসেট’ হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে ‘অনসেট’ হয়েছিল। এ বার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে এর পর বাংলাদেশে। পূর্বাভাস যদি মিলে যায়, তবে ২০০৯ সালের মতো এ বারও দেশে আগে ঢুকবে বর্ষা।
কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষা শুরুর বিস্তর ফারাক রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসের রাডার জানাচ্ছে, ১২ জুন নাগাদ বাংলাদেশে প্রবেশ করবে।
সাধারণত মে ২০ থেকে জুন ১৯ এই সময়ের মধ্যে মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করে বর্ষা ঋতুর। মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের দক্ষিণ সীমানায় অবস্থান করছে এখন।
বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা একটা সাইক্লোনিক ঘূর্ণিবাত্যার জন্য প্রস্তত হয়ে আছে যা নিম্নচাপ অবস্থা থেকে ক্যাটাগরি এক মাত্রার ঘূর্নিঝড়ের আদলে রুপ গ্রহণ করতে পারে।
এমতাবস্থায় ঘূর্ণিঝড় শেষেই মে এর শেষ সপ্তাহে মৌসুমী বায়ুর অগ্রভাগ দেশের উপকূলভাগে এসে স্থলভাগের শুষ্ক বাতাসের সাথে আন্ত:ক্রিয়ায় প্রাক মৌসুমি বজ্রবৃষ্টি এবং খুবই অল্প সময়ের মাঝেই তথা জুন এর প্রথম সপ্তাহ থেকেই বর্ষার আগমন করবে।
গত বছরের তুলনায় এবারের বর্ষাকাল বৃষ্টিবহুল হতে পারে, এমনকি বন্যা পরিস্থিতিও তৈরী করতে পারে।
Comments