আজ বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জে শুরু হতে পারে টানা বৃষ্টি, কমবে তাপমাত্রাও




প্রতিবেদক: সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক মোঃ শাকিল হোসেন
সূত্র: আবহাওয়া নিউজ

সিরাজগঞ্জে কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল  অনুযায়ী, আজ ২৪ জুলাই বৃহস্পতিবার  সকালের কিছু অংশ ও বিকেল বা সন্ধ্যার পর থেকে শুরু হতে পারে টানা বৃষ্টিপাত, যা ২ আগষ্ট পর্যন্ত মাঝেমধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ হিসেবে অব্যাহত থাকবে।

☁️ বৃষ্টির সময়সূচি (আনুমানিক):

২৪ জুলাই বিকেল ৪টা থেকে রাত ১০টার মধ্যে প্রথম দফা বৃষ্টি শুরু হতে পারে।

২৫–২৮ জুলাই প্রতিদিন সকাল দুপুর ও রাতে বৃষ্টির প্রবণতা থাকবে।

২ আগষ্ট  পর্যন্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।

⚡ এর মধ্যে তীব্র বজ্রপাতের আশংকা রয়েছে। 

🌡️ তাপমাত্রা পরিবর্তন:
বর্তমানে সিরাজগঞ্জে তাপমাত্রা রয়েছে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

২৪ জুলাই থেকে এটি নেমে আসবে ৩২ ডিগ্রি সেলসিয়াসে

২৬–২৮ জুলাই তাপমাত্রা আরও কমে ২৯–৩০ ডিগ্রিতে পৌঁছাবে।

রাতে তাপমাত্রা থাকবে ২৫–২৬ ডিগ্রি সেলসিয়াস, যা গরমের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক।


⚠️ সতর্কতা:
এই টানা বৃষ্টির ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা, নিচু জমিতে পানি জমে যাওয়া এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। কৃষকদের ক্ষেত ও খাল-বিলের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

🧥 পরামর্শ:
ছাতা, রেইনকোট এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখুন। যারা ভ্রমণে বের হবেন, তারা আবহাওয়ার আপডেট দেখে বের হোন।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মোঃ শাকিল হোসেন  ( সাংবাদিক দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং I1tv সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের