শুক্রবারের (মে ৩, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৭ ই মে থেকে সিলেট বিভাগে পাহাড়ি ঢল ও বন্যার আশংকা
শুক্রবারের (মে ৩, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৭ ই মে থেকে সিলেট বিভাগে পাহাড়ি ঢল ও বন্যার আশংকা।
আজ শুক্রবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:
সিলেট বিভাগ: আজ শুক্রবার দুপুর ৩ পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৯ টার পর থেকে আগামীকাল ভোর ৬ টার মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা, ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার উপরে বৃষ্টিপাত শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপরে প্রবেশের সম্ভাবনা বেশি।
চট্টগ্রাম বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে রাত ৩ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার কিংবা বৃষ্টিপাত অতিক্রমের ম্ভাবনা দেখা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে কালবৈশাখী ঝড় অতিক্রম করার কিংবা বৃষ্টিপাত অতিক্রমের ম্ভাবনা দেখা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনিসংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ সামান্য পরিমাণে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছ। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নেত্রকোনা জেলার দক্ষিণ-পূর্ব দিকের উপজেলাগুলোর উপরে।
রাজশাহী বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবা বৃষ্টিপাত অতিক্রমের সামান্য পরিমাণে সম্ভাবনা দেখা যাচ্ছে না।
উপরে বর্ষাকালের মতো একনাগাড়ে ২ থেকে ৩ দিন বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।
—–> সিলেট ও মেঘালয় রাজ্যের উপরে খুবই ভারি বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে। ৩০০ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
——> পাহাড়ি ঢলে সিলেট ও কিশোরগঞ্জের বেশিভাগ হাওর এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
—-> যত দ্রুত সম্ভব সিলেট ও কিশোরগঞ্জের হাওর এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া যাচ্ছে।
Comments