তাপমাত্রা, বৃষ্টি, লা নিনা কতটা প্রভাব ফেলবে চলতি বছরের শীতে

 

ছবি অনলাইন থেকে সংগৃহীত 

তাপমাত্রা, বৃষ্টি, লা নিনা কতটা প্রভাব ফেলবে চলতি বছরের শীতে



বাতা ডেস্ক

সিরাজগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সদ্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষ সাংবাদিক শাকিল হোসেন বাপ্পী আবহাওয়া গবেষণায় 


আজ১ অক্টোবর ২০২৪ জাপান,কানাডা,আমেরিকা,ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন আবহাওয়া রাডার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে


১ তারিখ  থেকে আগামী ৬ তারিখ পর্যন্ত দেশব্যাপী চলমান বৃষ্টি থাকবে৷ 


তাপমাত্রা


চলমান মাসের  তাপপ্রবাহ আজ ৯  তারিখ থেকে  আগামী ২০ তারিখ পর্যন্ত দেশব্যাপী  শীতের আগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ  বয়ে যেতে পারে। এর পর ১ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে ৯ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে৷  



শীতের আগমনী 


চলমান বৃষ্টি ও সাগরে লঘুচাপের কারণে তাপমাত্রা কমতেই থাকবে এর ফলে দেশব্যাপী  শীত পড়বে, আশা করা যাচ্ছে যে অক্টোবরের শেষের দিকে  দেশব্যাপী শীত পড়তে শুরু করবে। 


এবারের শীত কেমন হবে?


এন নিলো কারনে বিশ্ব ব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ছিলো বা এখনো এর প্রভাব চলতে থাকবে অক্টোবরের প্রথম সাপ্তাহ থেকে,এর এন নিলো একই সাপ্তাহের মধ্যে এন নিলো বিদায় নিয়ে, দ্বিতীয় সাপ্তাহের লা নিলা আগমন ঘটবে, এর ফলে বিশ্বব্যাপী শীতল হবে যার কারণে এবার শীত পড়বে বেশী। 


এন নিনো কি.আর লা নিনো কি


এন নিনো হলো স্প্যানিশ ভাষা এর অর্থ ছোট বালক সমুদ্রের ৩ ফুট নিচ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি থাকে এর জন্য পৃথিবীর তাপদাহ বাড়ে। 


লা নিনা স্প্যানিশ ভাষা এর অর্থ শিশু কন্যা যার জন্য বিশ্বের অনেক জায়গায় তীব্র শীত পড়ে এই বছরের শীত মারাত্মক পড়বে। 


বিশ্বের প্রকৃতির সঙ্গে তুলনা করে এটাই অনুমান করা হচ্ছে লা নিনা এত সহজে সকলকে মুক্তি দেবে না। চলতি বছরের শীতে লা নিনা ফের নিজের খেলা দেখাবে। লা নিনার অর্থ শিশুকন্যা। এটি এল নিনোর বিপরীত অবস্থা। বায়ু সঞ্চলনের স্বাভাবিক অবস্থান প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়।


এই অবস্থায় সমূদ্রের পৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা ৪ ডিগ্রি কমে গেলে পেরু-চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে। লা-নিনাকে মাঝে মাঝে বলা হয় এল-ভিয়েজো ও প্রতি এল-নিনো বা সহজভাবে “এক শীতল ঘটনা”।


প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু শক্তিশালী হলে সমুদ্রের পৃষ্ঠ পশ্চিম দিকে তাড়িত হয়। তখন পেরু ও ইকুয়েডর সংলগ্ন সমুদ্রের নীচ থেকে প্লাঙ্কটন মিশ্রিত শীতল জলের ঊধ্বগামী আর্বত ঘটে। এতে সমুদ্রপৃষ্ঠের জলের তাপমাত্রা অনেকটা কমে যায়। এই শীতল ঘটনা বা পর্যায়ের মাধ্যমেই লা-নিনার উৎপত্তি হয়। এই ঘটনাকে এল-নিনো দক্ষিণী দোলনের শীতল অবস্থা ।


তাই এবার শীতে ফের নিজের খেলা দেখাতে পারে লা নিনা।


পুজোর ভেতরে বৃষ্টি পাত থাকতে পারে। 

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?