ঘূর্ণিঝড় "দানা" এর ৩ নম্বর আপডেট (বাংলাদেশ সময় দুপুর ১টা৪০ মিনিট ২৩ শে অক্টোবর, ২০২৪

 


আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৬ টার সময় বঙ্গপোসাগরের গভীর নিম্নচাপটি পূর্নাঙ্গ ঘুর্নিঝড়ে পরিণত হয়েছে।


নিচে সংযুক্ত জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের শীর্ষের তাপমাত্রার চিত্রে দেখা যাচ্ছে ঘুর্নিঝড় দানা এর কারণে যে ঘূর্ণ্যমান মেঘের সৃষ্টি হচ্ছে তার অগ্রবর্তী অংশে অবস্থিত একটি ভারি বৃষ্টি-যুক্ত একটি অংশ আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে।


ঘুর্নিঝড় দানা এর বহিঃস্থ মেঘের কারণে আজ প্রায় সারাদিন দিন খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল জেলা; বরিশাল বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে আজ দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যার মধ্যে। 


জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আজ বুধবার সকাল ৯ টা বেজে ৪০ মিনিটের সময় ঘুর্ণিঝড় দানা বর্তমানে ১৬ দশমিক ৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। 


আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত আজ বুধবারের সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় দানা ওড়িশা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে আগামী ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৬ টার পর থেকে ২৫ শে অক্টোবর সকাল ৬ টার মধ্যে তীব্র ঘুর্নিঝড় বা Severe Cyclonic Storm (89–117 km/h) হিসাবে স্থল ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। 


ঘুর্নিঝড়ের কারণে বিভিন্ন বিভাগে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ: ২৩ শে অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত


খুলনা বিভাগ: ২০০ থেকে ৩০০ মিলিমিটার

বরিশাল বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার

রাজশাহী বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার

ঢাকা বিভাগ: ১০০ থেকে ১৫০ মিলিমিটার

রংপুর বিভাগ: ৫০ থেকে ১০০ মিলিমিটার

চট্টগ্রাম বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার

ময়মনসিংহ বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার

সিলেট বিভাগ: ১০০ থেকে ২০০ মিলিমিটার


বিশেষ দ্রষ্টব্য: আশংকা করা যাচ্ছে ঘুর্নিঝড় দানা সমুদ্রে থাকা অবস্থায় অতি তীব্র ঘুর্নিঝড় বা Very Severe Cyclonic Storm (118-166 km/h) এর শক্তি অর্জন করতে পারে।

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?