সিরাজগঞ্জ বৃষ্টি হয় নি কেনো এর ব্যাখা

বিশ্লেষণ করছি আমি শাকিল -->২৭ তারিখ থেকে ২৯ তারিখ রাত ১ টা ৫০ মিনিট পর্যন্তর বৃষ্টি না হওয়ার ব্যাখা সাধারণত এপ্রিলের শেষের দিকে (২৭–২৯ এপ্রিল) বাংলাদেশের সিরাজগঞ্জসহ উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাক-মৌসুমি (pre-monsoon) বৃষ্টিপাত হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু যখন কয়েকদিন বৃষ্টি হয় না, তখন তার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ সেই অনুযায়ী ২৭ থেকে ২৯ এপ্রিল সিরাজগঞ্জে বৃষ্টি হয়নি, তার কারণগুলো হলো মেঘমালার অনুপস্থিতি : এই ক’দিন উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ অঞ্চলে বড় কোনো নিম্নচাপ বা সক্রিয় মৌসুমি অক্ষরেখা (monsoon trough) ছিল না। ফলে বড় মেঘমালা (cumulonimbus cloud) তৈরি হয়নি। পশ্চিমী লঘুচাপের দুর্বলতা : পশ্চিমী ঝড় (westerly disturbance) গুলো ভারতেই সীমাবদ্ধ ছিল, বাংলাদেশ পর্যন্ত এগোয়নি বা দুর্বল হয়ে পড়েছে। বায়ুমণ্ডলের শুষ্কতা : সিরাজগঞ্জ অঞ্চলে স্থানীয়ভাবে আর্দ্রতার (humidity) পরিমাণ কম ছিল। আর্দ্রতা কম হলে মেঘ জমলেও তা থেকে বৃষ্টি হয় না। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও গরম বাতাস প্রবাহ : উত্তর-পশ্চিম ভারত থেকে আসা শুষ্ক, গরম বাতাস (যাকে লু বলা হয়) কখনো কখনো এই অঞ...