Posts

Showing posts from April, 2025

সিরাজগঞ্জ বৃষ্টি হয় নি কেনো এর ব্যাখা

Image
  বিশ্লেষণ করছি  আমি শাকিল -->২৭ তারিখ থেকে ২৯ তারিখ রাত ১ টা ৫০ মিনিট পর্যন্তর বৃষ্টি না হওয়ার ব্যাখা  সাধারণত এপ্রিলের শেষের দিকে (২৭–২৯ এপ্রিল) বাংলাদেশের সিরাজগঞ্জসহ উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাক-মৌসুমি (pre-monsoon) বৃষ্টিপাত হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু যখন কয়েকদিন বৃষ্টি হয় না, তখন তার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ সেই  অনুযায়ী ২৭ থেকে ২৯ এপ্রিল সিরাজগঞ্জে বৃষ্টি হয়নি, তার কারণগুলো হলো মেঘমালার অনুপস্থিতি : এই ক’দিন উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ অঞ্চলে বড় কোনো নিম্নচাপ বা সক্রিয় মৌসুমি অক্ষরেখা (monsoon trough) ছিল না। ফলে বড় মেঘমালা (cumulonimbus cloud) তৈরি হয়নি। পশ্চিমী লঘুচাপের দুর্বলতা : পশ্চিমী ঝড় (westerly disturbance) গুলো ভারতেই সীমাবদ্ধ ছিল, বাংলাদেশ পর্যন্ত এগোয়নি বা দুর্বল হয়ে পড়েছে। বায়ুমণ্ডলের শুষ্কতা : সিরাজগঞ্জ অঞ্চলে স্থানীয়ভাবে আর্দ্রতার (humidity) পরিমাণ কম ছিল। আর্দ্রতা কম হলে মেঘ জমলেও তা থেকে বৃষ্টি হয় না। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও গরম বাতাস প্রবাহ : উত্তর-পশ্চিম ভারত থেকে আসা শুষ্ক, গরম বাতাস (যাকে লু বলা হয়) কখনো কখনো এই অঞ...

সিরাজগঞ্জে আজ ২৮ এপ্রিল কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস১০০%

Image
🌧️🌩️⚡🔴কালবৈশাখী ঝড় বৃষ্টি 🌧️🌩️⚡🔴 আজ রাত ১ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।  দ্বিতীয়-- কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত শিলাবৃষ্টি হতে পারে বা হবে।  বর্তমান ভারত থেকে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ দিয়ে এই বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় আসছে ও হচ্ছে ভারতে ও বাংলাদেশের পঞ্চগর নেত্রকোনা, ময়মনসিংহ সহ সিলেটে ও অন্য জেলায় বগুড়া ও নাটোরে৷  ১১ টা থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে ইনশাআল্লাহ।  সময়- দুপুর ১ টার সময়-৮১% ৩ টার সময়-৭৫% এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত সংগঠিত হবে  এ সময় গুলোতে সাবধানে থাকতে হবে।  বৃষ্টি-৪ টার সময়৭৩%  ৫ টা সময় তীব্র বজ্রপাত কালবৈশাখী-৬৯% ৬ টা সময় ৭০% এ সময়ে সাবধানে  থাকতে হবে।  রাত ৮ টা পর্যন্ত এমন ধারা চলতে পারে।  আজ দিন ও রাতে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত সহ মাঝামাঝি থেকে ভারি বৃষ্টি হবেই ইনশাআল্লাহ।  মুলত আজ সারাদিন থেকে থেকে ঝড় বৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ।  আজকের দিনের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও রাতে ২৩ ডিগ্রি সেলসিয়াস।  📢📢 সাবধান 📢📢 সবাইকে  সাবধান করছি  এ সম...

আজ রবিবার ২৭ এপ্রিল২০২৫ থেকে বৃষ্টি শুরু সিরাজগঞ্জে কখন দেখে নিন

Image
🌡️তাপপ্রবাহ🌡️ আজ ২৭ এপ্রিল  চলমান তাপপ্রবাহ বিকাল ৪ টা পর্যন্ত থাকবে।  🔥দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪ টা পর্যন্ত ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।  একই দিন বেলা  ৪ টার পর বিদায় নেবে তাপপ্রবাহ ইনশাআল্লাহ ২৯ তারিখ পর্যন্ত।  আজ রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কালবৈশাখী ঝড় বজ্রপাতের আশংকা করছি।  রাজশাহী বিভাগ:  জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ [রাত ১টা৩০ মিনিট  পর থেকে ভোর ৫টার মধ্যে] এই বৃষ্টি এক টানা হবে না থেকে থেকে হবে ইনশাআল্লাহ।  🌧️🌩️⚡🔴কালবৈশাখী ঝড় বৃষ্টি 🌧️🌩️⚡🔴 আজ২৭ এপ্রিল রবিবার প্রথম বৃষ্টি শুরু হতে পারে  সকাল ৬ টা থেকে ১২ টার মধ্যে তবে অল্প হতে পারে ইনশাআল্লাহ।  দ্বিতীয় বৃষ্টি শুরু হবে ১ টা থেকে রাত ১১ টার মধ্যে ইনশাআল্লাহ।  এর মধ্যে সবচেয়ে বেশী বৃষ্টি হবে ১ টার পর থেকে রাত ১১ টার মধ্যে। তবে  ৪ টা থেকে ৮ টার মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ সময়।  সবচেয়ে ঝুকিপূর্ণ সময় ৫ টা থেকে ৮ টা পর্যন্ত এ সময় শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ভাড়ী বৃষ্টি আশংকা রয়েছে।   📢📢 সাবধান 📢📢 সবাইকে...

সিরাজগঞ্জবাসীর জন্য সুসংবাদ

Image
🌡️তাপপ্রবাহ🌡️ চলমান তাপমাত্রায় আগামীকাল ২৭এপ্রিল সন্ধা ৬ টার পর্যন্ত থাকবে।  🌧️🌩️⚡🔴কালবৈশাখী ঝড় বৃষ্টি 🌧️🌩️⚡🔴 আগামীকাল ২৭ এপ্রিল বিকাল ৪ টার পর থেকে রাত ১১ টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি বজ্রপাত হবে ইনশাআল্লাহ। উলেক্ষ সারারাত বৃষ্টি হতে পারে।  সবচেয়ে ঝুকিপূর্ণ সময় ৫ টা থেকে ৯ টার পর্যন্ত এ সময় শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ভাড়ী বৃষ্টি আশংকা রয়েছে।         📢📢 সাবধান 📢📢 তাই সবাই সাবধান এ সময়  বাহিরে যাওয়া থেকে বিরত থাকবেন মৃত্যুর ঝুঁকি এড়াতে ।  ঝুকিপূর্ণ তারিখ ২৭/২৮/২৯  পর্যন্ত।  এই বৃষ্টি মে মাসের প্রথম সাপ্তাহ পর্যন্ত কমবেশি বিরতি দিয়ে চলবে ইনশাআল্লাহ   এর পর ৬/৭ তারিখে থেকে ২/৩ দিনের জন্য মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।  এর পর ৮/৯ তারিখে আবারো বৃষ্টি শুরু হতে পারে ইনশাআল্লাহ।    ⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।  সংবাদ টি শেয়ার করুন  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন...

সিরাজগঞ্জে আসছে কালবৈশাখী ঝড় বিদায় নেবে তাপপ্রবাহ যেনে নিন কবে থেকে

Image
🌡️তাপপ্রবাহ🌡️ চলমান তাপপ্রবাহ আরো ২ দিন থাকবে।  🔥আজ ২৫ এপ্রিল শুক্রবার  দুপুর ৩ টায় সিরাজগঞ্জে তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।  🔥২৬ এপ্রিল শনিবার দুপুর ৩ টায় থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  🔥২৭ এপ্রিল রবিবার দুপুর ২ টায় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।  🎇২৭ তারিখ রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলমান তাপপ্রবাহ থাকবে।  🌧️🌩️⚡🔴কালবৈশাখী ঝড় বৃষ্টি 🌧️🌩️⚡🔴 ২৭ এপ্রিল বিকাল ৫ টার পর  থেকে রাত ১১ টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত, শিলাবৃষ্টি শুরু হবেই ইনশাআল্লাহ।  এই বৃষ্টি বলয় মে মাসের ৩ তারিখ পর্যন্ত বেশীই প্রভাব থাকবে।  ৪/৫/ মে বৃষ্টি কম হতে পারে।  আবারো বৃষ্টি শুরু হবে ৬ তারিখ থেকে মে মাসের ১৩/১৪ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ।    ⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।  সংবাদ টি শেয়ার করুন  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্...

সিরাজগঞ্জে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

Image
🔴warning⚡ ২৬এপ্রিল শনিবার সকাল ১১ টার পর থেকে রাত ১ টার মধ্যে বজ্রপাত হতে পারে হাল্কা পরিমান।  আগামী ২৭এপ্রিল রবিবার দুপুর ৩ টার পর থেকে রাত ১১টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত,শিলাবৃষ্টি বলয় শুরু হবে ইনশাআল্লাহ।  এই বৃষ্টি বলয় অব্যাহত থাকতে পারে মে মাসের ৪ তারিখ পর্যন্ত।  এই বৃষ্টি ও কালবৈশাখী ঝড় দেশব্যাপী চলনান থাকবে ইনশাআল্লাহ।  এর পরের দুই দিন বিরতি দিয়ে আবারো ৬ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে ইনশাআল্লাহ।    ⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।  সংবাদ টি শেয়ার করুন  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

🌡️সিরাজগঞ্জে তাপপ্রবাহ আগামী ৪ দিন থাকবে🌡️🌧️ ও বৃষ্টির পূর্বাভাস🌧️

Image
আজ ২৩ এপ্রিল দুপুর ৩ টায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রাতে থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। 🌡️তাপপ্রবাহ🌡️ ৪ দিন কেমন থাকবে ২৪ এপ্রিল দিনের তাপমাত্রা থাকবে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ২৫ এপ্রিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ২৬ এপ্রিল দিনে থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ২৭ তারিখ দিনে থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ২৭ তারিখ  দুপুর পর থেকে তাপপ্রবাহ কেটে যাবে ইনশাআল্লাহ।  🌨️⚡🌧️ বৃষ্টি হবে কবে🌧️⚡🌨️🌩️ ২৬ এপ্রিল দুপুর ১২ টার পর থেকে রাত ১ টার মধ্যে হাল্কা পরিমান বৃষ্টি হতে পারে। ২৭ এপ্রিল দুপুর ১ টা পর থেকে শক্তিশালী কালবৈশাখী ঝড় শুরু হবে যাহা থাকবে মে মাসের ৭ তারিখ পর্যন্ত এবং এর মধ্যে ১ দিন বৃষ্টি বিরতি দিতে পারে৷  ⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্ল...

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

Image
🌧️⚡🌨️/🔥🔥🌡️☀️ আজ ২২ এপ্রিল  বেলা ১২ টার আগে বৃষ্টির হবার সম্ভাবনা নেই,তবে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ৪ টা থেকে ৭ টার মধ্যে সম্ভাবনা বেশী। তাপপ্রবাহ আজ ২২ এপ্রিল থেকে সিরাজগঞ্জ ৫ দিনের জন্য মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যাবে। আজ দিনের তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২৩ তারিখ দিনের তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। ২৩/২৪/২৫/২৬ তারিখে একই তাপমাত্রা থাকবে। এর মধ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু তাপমাত্রা কমবে না। ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

সিরাজগঞ্জে আজ রাতের বৃষ্টির পূর্বাভাস ও যেমন থাকবে আবহাওয়া বেশ কিছু দিন

Image
অসুস্থতার মাঝেই লিখছি আপনাদের জন্য।  আজ ২১ এপ্রিল রাত ৪ টা থেকে সকাল ১১ টার মধ্যে তীব্র বজ্রপাত কালবৈশাখী ঝড় বৃষ্টির আশংকা করছি।  সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে ৩ টার পর্যন্ত।  আজ কে তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  তাপমাত্রা আজ তাপমাত্রা সহনশীল হলেও আগামীকাল ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াসে উঠার আশংকা করছি।  আগামী ২৭ তারিখ থেকে মে মাসের প্রথম সাপ্তাহ পর্যন্ত  মাঝারি থেকে অতি ভাড়ী বৃষ্টি/ বজ্রপাত কালবৈশাখী ঝড় বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।  তখন থেকে তাপমাত্রা কমবে।  এই বৈশাখের কালবৈশাখীর সময় বৃষ্টির ধরনই এমন। প্রচণ্ড গরম, হঠাৎ মেঘ, প্রবল বৃষ্টি। তাতে কিছুটা ঠান্ডা হয় চারপাশ। আবার গরম পড়ে। ⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।  বৃষ্টিপাত শুরুর সময় ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হতে পারে।   ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক,...

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

Image
🔴warning⚡ পশ্চিমবঙ্গে শক্তিশালী কালবৈশাখী ও শিলাবৃষ্টি যুক্ত মেঘমালা তৈরি হয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হওয়া মেঘমালা দেশের অভ্যন্তরে প্রবেশ করলে পরবর্তী ১-৬ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগীয় জেলার উপর শক্তিশালী প্রভাব রাখতে পারে। আজ ১৭ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধা ৬ টা থেকে ৮ টার মধ্যে বৃষ্টি হতে পারে।  এবং দ্বিতীয় পর্বে আজ রাত ১২ টা পেরিয়ে ১৮ই এপ্রিল শুক্রবার রাত ২ টা থেকে সকাল ১১ টার মধ্যে কালবৈশাখী ঝড় /তীব্র বজ্রপাত সহ বৃষ্টি শুরু হবে ইনশাআল্লাহ ৯৫% আশংকা করা যাচ্ছে।  একই দিন আবারো দুপুর ২ টার পর আবারো বৃষ্টি শুরু হবে রাত ৯ টার মধ্যে, এ সময় থেমে থেমে বৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ।  সারাদিন আকাশ মেঘলা থাকবে।  তাপমাত্রা দিনে থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।  এই বৈশাখের কালবৈশাখীর সময় বৃষ্টির ধরনই এমন। প্রচণ্ড গরম, হঠাৎ মেঘ, প্রবল বৃষ্টি। তাতে কিছুটা ঠান্ডা হয় চারপাশ। আবার গরম পড়ে। ⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।  বৃষ্টিপাত শুরুর সময় ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হতে পার...

ব্রেকিং নিউজ আজ রাত ১ টা ৪৫ মিনিট পর থেকে সিরাজগঞ্জে

Image
আজ রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে  সকাল ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। কালবৈশাখী ঝড় অতিক্রমের সময় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। এই সময় রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা রয়েছে। কলবৈশাখি ঝড় প্রথমে রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিক্রম করবে।  দুপুর ১ টা থেকে রাত ৯ টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত হবে ইনশাআল্লাহ।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

যেমন থাকবে আজকের আবহাওয়া সিরাজগঞ্জে (১১এপ্রিল শুক্রবার২০২৫)

Image
এই বৃষ্টিবলয় আজ থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এই ১৩ দিনের বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও তীব্র বজ্রপাত হতে পারে। এই বৃষ্টিবলয়টি আজ উত্তরবঙ্গ রংপুর বিভাগ ও কক্সবাজার হয়ে দেশে প্রবেশ করেছে ও ২২ এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে। আজ ১১ এপ্রিল রাত ৩ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে আবারো বৃষ্টি শুরু হবে ইনশাআল্লাহ।  এবং শনিবার বৃষ্টি  নাও হতে পারে ঐ দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।  পর দিন রবিবার থেকে আবারো বৃষ্টি হয়ে চলবে ২ দি এর পর আবারো তাপমাত্রা বেরে আবার ১৬ তারিখ থেকে বজ্রপাত সহ শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় শুরু হবে থাকবে ২৩ এপ্রিল পর্যন্ত।  তবে একই দিন থেকে আবারো মাঝামাঝি তাপপ্রবাহ শুরু হতে পারে।  এখন কালবৈশাখীর মৌসুম যখন তখন তীব্র বজ্রপাত  সহ বৃষ্টি হতে পারে।  শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ ...

সিরাজগঞ্জ সহ দেশব্যাপীর আবহাওয়ার আপডেট ২

Image
দুপুর ৩ টা বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী, সিলেট, ময়মনিসংহ, ও চট্রগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।  চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবাণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, ফেনী জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। রাজশাহী বিভাগ:  রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগন্জ সিলেট: সুনামগন্জ, হবিগন্জ, সিলেট, মৌলভীবাজার ঢাকা বিভাগ: টাঙ্গাইল, মানিকগন্জ, গাজিপুর, কিশোরগন্জ ময়মনসিংহ: শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ ।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

আর মাত্র কয়েক ঘন্টা মধ্যে সিরাজগঞ্জ সহ ঢাকা শহর সহ পুরো দেশের উপর বজ্রপাত সহ বৃষ্টির আশংকা (১০ ই এপ্রিল, ২০২৫)

Image
ব্রেকিং নিউজ   রংপুর বিভাগ: আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে একবার এবং রাত ২ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  রাজশাহী বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  সিরাজগঞ্জ জেলার সময়  বৃষ্টি শুরু হবে দুপুর ২ টা থেকে রাত ৮ টার মধ্যে ইনশাআল্লাহ ।  এবং এই বৃষ্টি আগামী ৪ দিন পর্যন্ত থাকতে পারে এবং শেষের দিকে আবারো বৃষ্টি শুরু হতে পারে। তবে তাপমাত্রা যেমন চলছে তেমন থাকবে ইনশাআল্লাহ।  ময়মনিসংহ:  দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  খুলনা বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর জেলার উপর দিয়ে বজ্রপাত ...

বুধবারের আবহাওয়া পূর্বাভাস (৯ ই এপ্রিল, ২০২৫)

Image
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপের প্রভাবে আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বৃহপতিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৬ টি বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী [সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে বৃহপতিবার সকাল ৮ টা টার মধ্যে]   রংপুর বিভাগ: সকল জেলা  [সম্ভব্য সময়: বিকেল ৬ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]   বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালীর ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলো [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]  ঢাকা বিভাগ:  গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা  [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]  সিলেট বিভাগ:  সুনামগঞ্জ, সিলেট জেলা [সম্ভব্য সময়: রাত ১০ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]  ময়মনিসংহ:  সকল জেলা  [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]  খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগের...

আজ সোমবার সিরাজগঞ্জ সহ ৭ টি বিভাগের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৭ ই এপ্রিল, ২০২৫)

Image
আজ সোমবার দুপুর ৩ টা ৩০ মিনিট  এই পর একাধিক জেলার উপরে বজ্রপাত সহ  শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে। রাজশাহী বিভাগ:  জয়পুরহাট, চাপাইনবাগন্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা [সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টা টার মধ্যে] ৭ টি বিভাগ হলো সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা,ময়মনসিংহ, চট্রগ্রাম,খুলনা, বরিশাল।  শিলাবৃষ্টির আশংকা নিম্নলিখিত জেলাগুলোর উপরে:  =============================== রাজশাহী বিভাগ: চাপাইনবাগন্জ ও নওগা জেলা এবং সিরাজগঞ্জ।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

ব্রেকিং নিউজ আজ সোমবার সিরাজগঞ্জ সহ রাতে দেশের ২৫ থেকে ৩০ টি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা

Image
  আজ সোমবার রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে  সকাল ৮ টার মধ্যে  দেশের অর্ধেকের বেশি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক জেলায় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা রয়েছে।  ঢাকা বিভাগ:  টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, ফরিদপুর, মাদারিপুর  ময়মনসিংহ বিভাগ:  জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা  খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, যশোর, ঝিনাইদহ জেলার উপরে। সিলেট বিভাগ:  সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার  চট্টগ্রাম বিভাগ:  ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা   রাজশাহী বিভাগ:  রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, শিলাবৃষ্টির আশংকা নিম্নলিখিত জেলাগুলোর উপরে:  =============================== সিলেট বিভাগ: সুনমাগন্জ ও সিলেট জেলা ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ, নেত্রকোনা জেলা  ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১)  এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যান...

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

Image
আজ রবিবার দেশের ৮ টি বিভাগেই তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় একাধিক জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট [সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা টার মধ্যে] রাজশাহী বিভাগ:  জয়পুরহাট, চাপাইনবাগন্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ [সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা টার মধ্যে] ময়মনসিংহ বিভাগ:  শেরপুর, জামালপুর, ময়মনিসং, নেত্রকোনা [সম্ভব্য সময়: বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টা টার মধ্যে] ঢাকা বিভাগ:  টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, [সম্ভব্য সময়: বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা টার মধ্যে] সিলেট বিভাগ:  সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার [সম্ভব্য সময়: বিকেল ৪ টার পর থেকে রাত ৩ টা টার মধ্যে] চট্টগ্রাম বিভাগ:  ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা  [সম্ভব্য সময়: সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ২ টা টার মধ্যে] বরিশাল বিভাগ: খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার উপরে। [সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ১২...

সুখবর সিরাজগঞ্জ জেলার জন্য আবহাওয়াার

Image
আগামীকাল ৬ এপ্রিল দুপুর ১২ টার পর থেকে সন্ধা ৭টার মধ্যে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় শুরু হতে পারে।  আর একই দিন থেকেই বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।  অপরদিকে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।  ১০ এপ্রিল থেকে ১৮ এপ্রিল সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপী তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় অব্যহত থাকতে পারে ইনশাআল্লাহ।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

রবিবার থেকে সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপী বৃষ্টির পুর্বাভাস

Image
তাপপ্রবাহ  আজ ৪ এপ্রিল দুপুর পর তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও শনিবারেও।  আজ রাত ২ টা থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে।  চলমান তাপপ্রবাহ আর মাত্র ২ দিন থাকতে পারে।  সুখবর ও দুঃসংবাদ  ১০ ই এপ্রিল থেকে ১৬ ই এপ্রিলের মধ্যে বাংলাদেশের ৮ টি বিভাগের ৬৪ টি জেলার উপর দিয়েই তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  আগামী রবিবার ৬ এপ্রিল দুপুর পর থেকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি শুরু হবে ৭ তারিখ পর্যন্ত এর পর ৮/৯ তারিখ এ বৃষ্টি কম হতে পারে এবং ১০ তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবে ইনশাআল্লাহ ১৩ তারিখ পর্যন্ত এর পর ১৪ ও ১৫, ১৬ তারিখ তাপমাত্রা বাড়তে একই দিন দুপু পর থেকে আবার বৃষ্টি হবে ইনশাআল্লাহ  এই বৃষ্টি টানা চলমান ১৯  তারিখ পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এর পর আবারো তাপমাত্রা বেড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে।  এই মাসের শেষের দিকে আবারো বৃষ্টি শুরু হতে পারে৷   তাপমাত্রা কমবে কবে  ২ দিন তাপপ্রবাহ থাকলেও একই দিন রবিবার ৬ তারিখ থেকে তাপমাত্রা কমতে থাকবে কমে আসবে এবং তাপপ্রবাহ কেটে যাবে ইনশাআল্লাহ। ...

আবহাওয়ার সুখবর সিরাজগঞ্জ জেলা জন্য

Image
তাপপ্রবাহ  চলমান তাপপ্রবাহ আর মাত্র ৪ দিন থাকতে পারে।  সুখবর আগামী রবিবার ৬ এপ্রিল দুপুর পর থেকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি টানা চলমান ১৫ তারিখ পর্যন্ত স্থায়ী থাকতে পারে।  সর্তকতা অবলম্বন করুন কেননা  যে বৃষ্টি হবে তাহা মারাত্মক ভাবে হবে প্রাণহানীর আশংকা করছি তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বিদ্যুৎ চমকানো সহ হবে।  এই বৃষ্টি সারাদেশেই হবে ইনশাআল্লাহ।  তাপমাত্রা কমবে কবে  ৪ দিন তাপপ্রবাহ থাকলেই একই দিন রবিবার ৬ তারিখ থেকে তাপমাত্রা কমতে থাকবে কমে আসবে এবং তাপপ্রবাহ কেটে যাবে ইনশাআল্লাহ। ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

সিরাজগঞ্জে চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি শুরু হবে কবে দেখে নেয় যাক

Image
১ এপ্রিল  পবিত্র ঈদুল ফিতর এর দ্বিতীয়  দিন সিরাজগঞ্জ জেলা জুড়ে তাপমাত্রা দিনে থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  ২ এপ্রিল দিনে থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ৩ এপ্রিল একই থাকবে তাপমাত্রা।  বৃষ্টি শুরু হবে কবে  বৃষ্টি ৬ এপ্রিল দুপুর পর থেকে হাল্কা পরিমান বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।  মাঝে ২ দিন এর মধ্যে বৃষ্টি হলেও তাহা অল্পই হবে দিনের যে কোন সময়ে।  এবং মুল বৃষ্টি শুরু হবে ৮ তারিখ দুপুর পর থেকে   শুরু করে ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হবে ইনশাআল্লাহ ।  তখন তাপমাত্রা কমে আসবে।  বিঃদ্রঃ বৃষ্টি না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ থাকবে ইনশাআল্লাহ ।  ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১)  এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http:...