সিরাজগঞ্জে আসছে কালবৈশাখী ঝড় বিদায় নেবে তাপপ্রবাহ যেনে নিন কবে থেকে
🌡️তাপপ্রবাহ🌡️
চলমান তাপপ্রবাহ আরো ২ দিন থাকবে।
🔥আজ ২৫ এপ্রিল শুক্রবার দুপুর ৩ টায় সিরাজগঞ্জে তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
🔥২৬ এপ্রিল শনিবার দুপুর ৩ টায় থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
🔥২৭ এপ্রিল রবিবার দুপুর ২ টায় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।
🎇২৭ তারিখ রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলমান তাপপ্রবাহ থাকবে।
🌧️🌩️⚡🔴কালবৈশাখী ঝড় বৃষ্টি 🌧️🌩️⚡🔴
২৭ এপ্রিল বিকাল ৫ টার পর থেকে রাত ১১ টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত, শিলাবৃষ্টি শুরু হবেই ইনশাআল্লাহ।
এই বৃষ্টি বলয় মে মাসের ৩ তারিখ পর্যন্ত বেশীই প্রভাব থাকবে।
৪/৫/ মে বৃষ্টি কম হতে পারে।
আবারো বৃষ্টি শুরু হবে ৬ তারিখ থেকে মে মাসের ১৩/১৪ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ।
⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন।
Comments