আজ রবিবার ২৭ এপ্রিল২০২৫ থেকে বৃষ্টি শুরু সিরাজগঞ্জে কখন দেখে নিন


🌡️তাপপ্রবাহ🌡️


আজ ২৭ এপ্রিল  চলমান তাপপ্রবাহ বিকাল ৪ টা পর্যন্ত থাকবে। 


🔥দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪ টা পর্যন্ত ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 একই দিন বেলা  ৪ টার পর বিদায় নেবে তাপপ্রবাহ ইনশাআল্লাহ ২৯ তারিখ পর্যন্ত। 

আজ রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কালবৈশাখী ঝড় বজ্রপাতের আশংকা করছি। 

রাজশাহী বিভাগ:  জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ [রাত ১টা৩০ মিনিট  পর থেকে ভোর ৫টার মধ্যে]

এই বৃষ্টি এক টানা হবে না থেকে থেকে হবে ইনশাআল্লাহ। 


🌧️🌩️⚡🔴কালবৈশাখী ঝড় বৃষ্টি 🌧️🌩️⚡🔴

আজ২৭ এপ্রিল রবিবার প্রথম বৃষ্টি শুরু হতে পারে  সকাল ৬ টা থেকে ১২ টার মধ্যে তবে অল্প হতে পারে ইনশাআল্লাহ। 

দ্বিতীয় বৃষ্টি শুরু হবে ১ টা থেকে রাত ১১ টার মধ্যে ইনশাআল্লাহ। 

এর মধ্যে সবচেয়ে বেশী বৃষ্টি হবে ১ টার পর থেকে রাত ১১ টার মধ্যে।

তবে  ৪ টা থেকে ৮ টার মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ সময়। 

সবচেয়ে ঝুকিপূর্ণ সময় ৫ টা থেকে ৮ টা পর্যন্ত এ সময় শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ভাড়ী বৃষ্টি আশংকা রয়েছে। 

 📢📢 সাবধান 📢📢

সবাইকে  সাবধান করছি  এ সময়  বাহিরে যাওয়া থেকে বিরত থাকবেন, আম কুড়াতে যাবেন না  মৃত্যুর ঝুঁকি এড়াতে।

সম্পূর্ন রুপে নিষেধ করা হচ্ছে। ঝড়
শেষ হওয়ার ১ ঘন্টা পরে ঘরের বাহিরে বের হতে
পারেন।

ঝুকিপূর্ণ তারিখ ২৭/২৮/২৯  পর্যন্ত। 

⚠️ মনে রাখবেন, কালবৈশাখী ঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন। 

বিঃদ্রঃ এদিকে, যারা মোবাইলের অ্যাপ দেখেন আমি
তাদেরকে বলি, এগুলো সঠিক নয়। এগুলো আপনার
বাস্তবিক দেখায় না বরং মডেল পূর্বাভাস অনুযায়ী যত
থাকার কথা সেটা দেখায়। মোবাইলের আবহাওয়া অ্যাপ বা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে দেখেন সেটা ভুল দেখায় বোকা বানায়, আবহাওয়া পর্যবেক্ষন করতে বিশ্বের আবহাওয়াবিদেরা যে গুলো রাডার ওয়েবসাইট দেখে পূর্বাভাস দেয় আমি সেই গুলাই অনুসরণ করে দিই। 

সংবাদ টি শেয়ার করুন 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/


Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?