বুধবারের আবহাওয়া পূর্বাভাস (৯ ই এপ্রিল, ২০২৫)
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপের প্রভাবে আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বৃহপতিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৬ টি বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী [সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে বৃহপতিবার সকাল ৮ টা টার মধ্যে]
রংপুর বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময়: বিকেল ৬ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালীর ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলো [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলা [সম্ভব্য সময়: রাত ১০ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
ময়মনিসংহ: সকল জেলা [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া সিরাজগঞ্জ জেলার [সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
Comments