Posts

Showing posts from August, 2025

লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ

Image
|| সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক মোঃ শাকিল হোসেন|| ২৯ আগস্ট ২০২৫ ১২ : ০৯ ঘনঘন নিম্নচাপ। একটানা তুমুল বৃষ্টি, ঝড়। টানা চার মাসে প্রবল বৃষ্টিতে নাজেহাল দেশ। চলতি বছরে বর্ষায় চরম ভোগান্তির শিকার হয়েছেন দেশবাসী। আগস্টের শেষেও  চালাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোথাও হড়পা বান, কোথাও বা ধস, কোথাও আবার বন্যা। হাজারের বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়েই শিকার হয়েছে । এদিকে ভারতের আবহাওয়া অফিসের আশঙ্কা, বর্ষার মতোই এবার শীতেও চরম আবহাওয়া থাকবে। বর্ষায় যেমন বৃষ্টির তাণ্ডব চলেছে, শীতেও তাপমাত্রার পারদ রেকর্ড হারে নিম্নমুখী থাকতে পারে বাংলাদেশ ও ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এনওএএ সংস্থা জানিয়েছে, এখন লা নিনা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই ভারত বাংলাদেশে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে চলতি বছরে। রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ৫৩ শতাংশ সক্রিয় হতে পারে লা নিনা। ২০২৫ সালের শেষভাগে তা বেড়ে ৫৮ শতাংশ হতে পারে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত, অর্থাৎ শীতকাল জুড়েই সক্রিয় থাকতে পারে লা নিনা। ফলে ভারত বাংলাদেশ  ২০২৫ সালে বর...

ভারতীয় পানি সন্ত্রাসের আশঙ্কা: বাংলাদেশের মানুষরা কি আর একটি কৃত্রিম বন্যার মুখে

📌 আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫–১০টি জেলা এবং ৭২ ঘন্টার মধ্যে ১৫–২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বাংলাদেশ মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে কি? গত ১১ ই আগস্ট (৩ দিন পূর্বে) যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশংকার পূর্বাভাস দিয়েছিলাম সেই সময় একটি তথ্য ইচ্ছাকৃত ভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে। তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই।  প্রতিবেশী দেশ ভারত ভারা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাধের  গেট বন্ধ রেখে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ও বিহার রাজ্যের মধ্য দিয়ে বয়ে চলা গঙ্গানদী এবং এই শাখা ও উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকিয়ে রেখেছে জুলাই মাসের শুরু থেক আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত (সম্ভবত ১২ তারিখ পর্যন্ত। ফারাক্কা বাধের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ করা শুরু করেছি জুলাই মাসের ১৫ তারিখের পর থেকেই। ১২ ও ১৩ই আগস্ট ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যেই ফুলে-ফেপে থাকা গঙ্গা নদীর পানি ধা...