লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ

|| সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক মোঃ শাকিল হোসেন|| ২৯ আগস্ট ২০২৫ ১২ : ০৯ ঘনঘন নিম্নচাপ। একটানা তুমুল বৃষ্টি, ঝড়। টানা চার মাসে প্রবল বৃষ্টিতে নাজেহাল দেশ। চলতি বছরে বর্ষায় চরম ভোগান্তির শিকার হয়েছেন দেশবাসী। আগস্টের শেষেও চালাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোথাও হড়পা বান, কোথাও বা ধস, কোথাও আবার বন্যা। হাজারের বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়েই শিকার হয়েছে । এদিকে ভারতের আবহাওয়া অফিসের আশঙ্কা, বর্ষার মতোই এবার শীতেও চরম আবহাওয়া থাকবে। বর্ষায় যেমন বৃষ্টির তাণ্ডব চলেছে, শীতেও তাপমাত্রার পারদ রেকর্ড হারে নিম্নমুখী থাকতে পারে বাংলাদেশ ও ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এনওএএ সংস্থা জানিয়েছে, এখন লা নিনা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই ভারত বাংলাদেশে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে চলতি বছরে। রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ৫৩ শতাংশ সক্রিয় হতে পারে লা নিনা। ২০২৫ সালের শেষভাগে তা বেড়ে ৫৮ শতাংশ হতে পারে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত, অর্থাৎ শীতকাল জুড়েই সক্রিয় থাকতে পারে লা নিনা। ফলে ভারত বাংলাদেশ ২০২৫ সালে বর...