ঘূর্ণিঝড় (সম্ভব্য) রেমাল এর প্রভাবে সিরাজগঞ্জ সহ সারাদেশে যেমন আবহাওয়া থাকবে আপডেট ১

কানাডা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার ভারত ও বিশ্বের সকল আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে কৃত্রিম ভু-উপগ্রহে (আজ শনিবার , ২৫ শে মে, ২০২৪): ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে আঘাতের আশংকা ২৬ শে মে মধ্য রাতেই। এর ঘুণিঝড় সরাসরি বরিশাল দিয়ে খুলনা ও সুন্দরবন এবং ভারতের কিছু অংশ দিয়ে ২৬ মে রাত ১ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে অতিক্রম করতে যাচ্ছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি শুরু হবে, তবে এই বৃষ্টি খুলনা ও বরিশাল পটুয়াখালী ভোলা, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের সকল জেলার উপর ভারি থেকে অতি ভারি কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি হবে। এর ফলে ৮ টি বিভাগেই সারাদেশেই তাপমাত্রা কমতে শুরু করবে আগামী সোমবার থেকে। রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে কুষ্টিয়া পাবনা বগুড়া সিরাজগঞ্জ জেলার উপর। এ বৃষ্টি সোমবার সারাদিন ও রাতেও থাকবে, চলবে মাসের বাকি সময় জুড়েই থেমে থেমে। আজ শনিবার ভোর রাতে ঘুণিঝড় রুপ নিবে রেমালে যার নাম দেয়া ওমানের অর্থ বালি। বিঃদ্রঃ উপরে তথ্য গুলা সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে বা কোন দেশের সাথে মিল পাওয়া যাব...