Posts

Showing posts from May, 2024

ঘূর্ণিঝড় (সম্ভব্য) রেমাল এর প্রভাবে সিরাজগঞ্জ সহ সারাদেশে যেমন আবহাওয়া থাকবে আপডেট ১

Image
  কানাডা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার ভারত ও বিশ্বের সকল আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে কৃত্রিম ভু-উপগ্রহে (আজ শনিবার , ২৫ শে মে, ২০২৪): ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে আঘাতের আশংকা ২৬ শে মে মধ্য   রাতেই। এর ঘুণিঝড় সরাসরি বরিশাল দিয়ে খুলনা ও  সুন্দরবন এবং ভারতের কিছু অংশ দিয়ে ২৬ মে  রাত ১ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে অতিক্রম করতে যাচ্ছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি শুরু হবে, তবে এই বৃষ্টি খুলনা ও বরিশাল পটুয়াখালী ভোলা, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের সকল জেলার উপর ভারি থেকে অতি ভারি কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি হবে। এর ফলে ৮ টি বিভাগেই সারাদেশেই তাপমাত্রা কমতে শুরু করবে আগামী সোমবার থেকে।  রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে কুষ্টিয়া পাবনা বগুড়া সিরাজগঞ্জ জেলার উপর।  এ বৃষ্টি সোমবার সারাদিন ও রাতেও থাকবে, চলবে মাসের বাকি সময় জুড়েই থেমে থেমে।  আজ শনিবার ভোর রাতে ঘুণিঝড় রুপ নিবে রেমালে যার নাম দেয়া ওমানের অর্থ বালি।   বিঃদ্রঃ উপরে তথ্য গুলা সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে বা কোন দেশের সাথে মিল পাওয়া যাব...

ঘুণিঝড় রেমাল সিরাজগঞ্জ জেলা থেকে কত দূরে এবং কবে বৃষ্টি হবে তাহার আপডেট

Image
ছবি ভারতীয় রাডার থেকে নেয়া  ঘুণিঝড় রেমাল স্থান থেকে সিরাজগঞ্জ দূরত্ব রয়েছে ৮৪৪ কিলোমিটার। সম্ভাব্য রবিবার রাত ১ টা থেকে সোমবার বেলা  ১২ টার পর বাংলাদেশের উপকুলে আঘাত হানবে, এবং একই দিন কোলকাতা হয়ে রাজশাহী দিয়ে এই ঘুণিঝড় টি সিরাজগঞ্জে আসবে, এসে প্রায় ৩ থেকে ৬ ঘন্টার জন্য স্থায়ী হবে তখন সিরাজগঞ্জ ঘন্টায় ৪০/৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  আগামীকাল বৃষ্টি হবার সম্ভাবনা নেই।  আর আগামীকাল বিকেলের পর থেকে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা আজকে  যাহা ছিলো তাই থাকতে পারে আগামী ২৬ তারিখ পর্যন্ত। তবে ২৬ তারিখে বজ্রপাত সহ বৃষ্টি হবে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে ২৭ তারিখ সারা দিন রাত। আজ রাত ১ টা থেকে সকাল ৬ টার মধ্যে ঘুণিঝড়ে পরিনত হবে।  তাপমাত্রা ২৫/২৬ তারিখ পর্যন্ত অবহৃত থাকতে পারে। ২৭ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।  বিঃদ্রঃ আবহাওয়া পরিবর্তন শীল তাই সময়েরও হেরফের হতে পারে।  এস এম শাকিল দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক!

সিরাজগঞ্জে জেলায় তাপপ্রবাহ ও বৃষ্টির এবং ঘুণিঝড় রেমাল এর প্রভাবের পূর্বাভাস ২

Image
    ভারতের রাডার থেকে নেয়া ছবি  বিশ্বের আবহাওয়ার প্রধান প্রধান রাডারের মডেল একই তথ্য দিচ্ছে যে ঘুণিঝড় রেমাল ১০০% নিশ্চিত ভাবে বলছি ১১১ কিলোমিটার বেগে খুলনা ও বরিশালে আঘাত আনবে ২৬ তারিখ বিকেল থেকে ২৭ তারিখ দুপুর ১২ টার মধ্যে এর প্রভাব থাকবে বরিশাল খুলনা ও ঢাকা, রাজশাহী ও ভারতের কোনকাতায় থাকবে৷ তবে ঘুণিঝড়ে পরিনত হবে কিনা সেটা আজ সন্ধা ৭ তার পর বোঝা যাবে৷  আজ ২৪মে শুক্রবার থেকে আগামী ২ দিন তাপমাত্রা চলমান থাকবে।  তবে আগামীকাল শনিবার দিন বা রাতের যে কোন সময় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে ও তাপমাত্রা কমতে শুরু করবে। আর আগামী জুন মাসে আবারো হিট ওয়েব আসতে পারে।  এস এম শাকিল দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

Image
  নিম্ন লিখিত আবহাওয়া পূর্বাভাস আগামী ৩ দিনের জন্য বলায় থাকবে৷  ঘুণিঝড় রেমাল এর প্রভাবে এমন টাই থাকবে৷  রেমাল ঘুণিঝড় বরিশাল হয়ে বাংলাদেশে আঘাত করার আশংকা ৬০ থেকে ৮০% হয়েছে এই ঘুণিঝড় টি আগামী ২৭ তারিখ সোমবার ভারতের হলদিবাড়ি ও কোলকাতা হয়ে মালদহ থেকে রাজশাহী দিয়ে সিরাজগঞ্জ জেলায় অবস্থান করবে ৭ ঘন্টার জন্য৷  কানাডা, আমেরিকার ও ভারতের আবহাওয়া রাডার থেকে আজ ২৩ মে দুপুর ২ টা ৫৫ মিনিটে দেখা যাচ্ছে যে আগামীকাল ২৪মে শুক্রবার ও শনিবার বিকেল ৫ টার মধ্যে সিরাজগঞ্জ জেলায় কোন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। অপরদিকে ২৫ তারিখ রবিবার সন্ধার পর থেকে আগামী ৪ জুন পর্যন্ত মাঝামাঝি থেকে অতি ভারি বৃষ্টি হবার সম্ভাবনা  রয়েছে। এর আগে আজ থেকে ৩ দিন শনিবার সন্ধার পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ব্যাপীর জন্য হিট অ্যালাট আমি এস এম শাকিল ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক জারী করলাম। বাতাসে জলীয়বাষ্প থাকায় অস্তি বিরাজ করবে। এস এম শাকিল দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক।  

আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া সিরাজগঞ্জ জেলায়

Image
বার্তা ডেস্ক ২২মে২০২৪,৩:৪৩  কৃতিম ভু-উপগ্রহ জাপান, কানাডা ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের রাডার থেকে বুধবার বেলা ৩ টা ৩০ মিনিটে দেখা যাচ্ছে যে  চলমান তাপপ্রবাহ আরো ৩ দিন থাকতে পারে৷   আজ২২মে বুধবার থেকে আগামী ২৪ তারিখ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় তাপপ্রবাহ থাকবে দিনের তাপমাত্রা থাকবে ৩৫/৩৬/৩৮ এই তিন দিন এমনটাই থাকবে, এর কারণে ভ্যাপসা গরম অনুভুতি হবে। তবে আকাশ কখনো মেঘ কখন রোদের লুকোচুরি থাকবে।   আর আগামী ২৫ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এর মধ্যে কোন না কোন সময় রাত বা দিনের যেকোনো সময়ে বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টি হয় গরম থাকবেই। এবং ভারতের অন্দামানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যেটা কে আমরা বর্যা বলে থাকি সেটা আমাদের দেশে আগামী মাসের ১০ তারিখের পর থেকে টানা বৃষ্টি শুরু হবে।

সিরাজগঞ্জ জেলায় তাপপ্রবাহ শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে

Image
  সোমবার ১৩ মে২০২৪,১২:১৭ বিদেশের ৪ টি রাডারে দেখা যাচ্ছে যে আজ সোমবার ১৩ মে  সকালের দিকে বৃষ্টি হতে পারে এই বৃষ্টিই শেষ, পরে সকাল ১১ টার পর থেকে সিরাজগঞ্জ জেলায় আবারো তাপমাত্রা বৃদ্ধি পাবে, বিশেষ করে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত দিনের তাপমাত্রা থাকবে ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস এর পর রবিবার বিকেল থেকে আবারো কালবৈশাখী ঝড় শুরুর প্রবণতা রয়েছে আর ২০ তারিখ থেকে এই মাসের শেষর দিন পর্যন্ত বৃষ্টি পাত অব্যহত থাকতে পারে।  এস এম শাকিল দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য  ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক। 

শুক্রবারের (মে ৩, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৭ ই মে থেকে সিলেট বিভাগে পাহাড়ি ঢল ও বন্যার আশংকা

Image
  3 May, 2024   12  Min Read শুক্রবারের (মে ৩, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: ৭ ই মে থেকে সিলেট বিভাগে পাহাড়ি ঢল ও বন্যার আশংকা। আজ শুক্রবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:  সিলেট বিভাগ:  আজ শুক্রবার দুপুর ৩ পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ৯ টার পর থেকে আগামীকাল ভোর ৬ টার মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা, ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার উপরে বৃষ্টিপাত শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপরে প্রবেশের সম্ভাবনা বেশি। চট্টগ্রাম বিভাগ:  আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগ:  আজ শুক্রবার বিকেল ৫ পর থেকে রাত ৩ টার মধ্যে বরিশাল...

বুধবারের (মে ০১, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আজ থেকে চলমান তাপ-প্রবাহের তীব্রতা কমার সম্ভাবনা

Image
  1 May, 2024   23  Min Read বুধবারের (মে ০১, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আজ থেকে চলমান তাপ-প্রবাহের তীব্রতা কমার সম্ভাবনা দেশব্যাপী চলমান প্রাণঘাতী তাপ-প্রবাহ আপডেট আজ বুধবার দুপুর ২  টা বেজে ৫৫ মিনিটের সময়কার  কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর হালকা থেকে মাঝারি ঘনত্বের মেঘের উপস্থিতি রয়েছে। আজ বুধবার দেশের ৬ টি বিভাগের (সিলেট ও ছাড়া অন্যান্যগুলো) উপরে তাপপ্রবাহ তাপমাত্রা থাকার আশংকা করা যাচ্ছে। দেশব্যাপী চলমান এই তাপ-প্রবাহ আজ ১ লা মে থেকে কমা শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে এখানে উল্লেখ্য যে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশের রাজশাহী ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে তাপপ্রবাহ অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ ১ লা মে দেশের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ৩০ শে এপ্রিল অপেক্ষা কম রেকর্ড হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বুধবার থেকে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলো হতে তাপপ্রবাহ কমা শুরু করবে ও মে মাসের ৪ তারিখ দেশের কোন বিভাগের উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস...