ঘুণিঝড় রেমাল সিরাজগঞ্জ জেলা থেকে কত দূরে এবং কবে বৃষ্টি হবে তাহার আপডেট
![]() |
ছবি ভারতীয় রাডার থেকে নেয়া |
ঘুণিঝড় রেমাল স্থান থেকে সিরাজগঞ্জ দূরত্ব রয়েছে ৮৪৪ কিলোমিটার। সম্ভাব্য রবিবার রাত ১ টা থেকে সোমবার বেলা ১২ টার পর বাংলাদেশের উপকুলে আঘাত হানবে, এবং একই দিন কোলকাতা হয়ে রাজশাহী দিয়ে এই ঘুণিঝড় টি সিরাজগঞ্জে আসবে, এসে প্রায় ৩ থেকে ৬ ঘন্টার জন্য স্থায়ী হবে তখন সিরাজগঞ্জ ঘন্টায় ৪০/৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।
আগামীকাল বৃষ্টি হবার সম্ভাবনা নেই।
আর আগামীকাল বিকেলের পর থেকে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা আজকে যাহা ছিলো তাই থাকতে পারে আগামী ২৬ তারিখ পর্যন্ত। তবে ২৬ তারিখে বজ্রপাত সহ বৃষ্টি হবে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে ২৭ তারিখ সারা দিন রাত।
আজ রাত ১ টা থেকে সকাল ৬ টার মধ্যে ঘুণিঝড়ে পরিনত হবে।
তাপমাত্রা ২৫/২৬ তারিখ পর্যন্ত অবহৃত থাকতে পারে। ২৭ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
বিঃদ্রঃ আবহাওয়া পরিবর্তন শীল তাই সময়েরও হেরফের হতে পারে।
এস এম শাকিল দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক!
Comments