সিরাজগঞ্জে জেলায় তাপপ্রবাহ ও বৃষ্টির এবং ঘুণিঝড় রেমাল এর প্রভাবের পূর্বাভাস ২
![]() |
ভারতের রাডার থেকে নেয়া ছবি |
বিশ্বের আবহাওয়ার প্রধান প্রধান রাডারের মডেল একই তথ্য দিচ্ছে যে
ঘুণিঝড় রেমাল ১০০% নিশ্চিত ভাবে বলছি ১১১ কিলোমিটার বেগে খুলনা ও বরিশালে আঘাত আনবে ২৬ তারিখ বিকেল থেকে ২৭ তারিখ দুপুর ১২ টার মধ্যে এর প্রভাব থাকবে বরিশাল খুলনা ও ঢাকা, রাজশাহী ও ভারতের কোনকাতায় থাকবে৷ তবে ঘুণিঝড়ে পরিনত হবে কিনা সেটা আজ সন্ধা ৭ তার পর বোঝা যাবে৷
আজ ২৪মে শুক্রবার থেকে আগামী ২ দিন তাপমাত্রা চলমান থাকবে। তবে আগামীকাল শনিবার দিন বা রাতের যে কোন সময় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে ও তাপমাত্রা কমতে শুরু করবে। আর আগামী জুন মাসে আবারো হিট ওয়েব আসতে পারে।
এস এম শাকিল দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক
Comments