সিরাজগঞ্জে বৃষ্টি কমে বেড়েই চলছে তাপমাত্রা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,শাকিল হোসেন বাপ্পীঃ
প্রকাশ-বুধবার১৮সেপ্টেম্বর২০২৪,০৬:৪৫
সিরাজগঞ্জ জেলার দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক এই আমার দেশের জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সাংবাদিক শাকিল হোসেন বাপ্পী একজন সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক হিসেবে পরিচিত, বিদেশী কানাডা ও জাপান আমেরিকা ইউরোপিয় ইউনিয়নের রাডার পর্যবেক্ষন করে আগামী ৫ দিনের আবহাওয়া আপডেট পেশ করছি।
আজ বুধবার(১৪ সেপ্টেম্বর২৪) উপরক্ত রাডার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে তাহা আগামী ৪ দিন অব্যাহত থাকবে। আজ সিরাজগঞ্জ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আগামী সাপ্তাহের সোমবার বিকাল থেকে দেশ ব্যাপী আবারো মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে,এর ফলে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই বৃষ্টি চলমান থাকতে পারে ২৭ তারিখ পর্যন্ত, তারপর আবারো তাপমাত্রা বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে অক্টবরের প্রথম সাপ্তাহে এন নিলো এর অর্থ বড় ছেলে যার কারণে পৃথিবীর সমুদ্র পানি ৩ ফুট পর্যন্ত গরম থাকে এর ফলে পৃথিবীতের অধিকাংশ জায়গায় তীব্র গরম পরে এর এন নিলো বিদায় নেবে, তার পর লা নিলা আসবে লা নিলার অর্থ ছোট মেয়ে সমুদ্রের পানি তখন শীতল থাকে এর প্রভাবে পৃথিবীতে বৃষ্টিপাত বাড়বে এবং এই বছরের শীত পড়বে নজর বিহীন ভয়ংকর এর মধ্যে বৃষ্টিও হবে। এই বৃষ্টির প্রভাবে এবার কৃষি খাতের ব্যাপক উন্নয়নের ফসল উৎপাদন হবে বলে আন্তজার্তিক আবহাওয়া পর্যবেক্ষক জলবায়ু বিশেষজ্ঞরা ধারণা করেছে।
লঘুচাপের সৃষ্টি পূর্বাভাস
আগামী২২/২৩ তারিখ রবিবার ও সোমবারের মধ্যে মায়ানমার ও বাংলাদেশ চট্রোগ্রামের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এই লঘুচাপের ফলে বৃষ্টি শুরু হবে। আমারো দেশের দক্ষিনাঞ্চলে ও উত্তরাঞ্চলে সল্প মেয়াদি বন্যা ও পাহাড়ি ঠল শুরু হতে পারে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা ও সমুদ্রগামী জেলেদের জন্য উপকূলে ফেরার পরামর্শ
আগামী ২১ শে সেপ্টেম্বর দুপুরের পর থেকে ২২ শে সেপ্টেম্বর দুপুর এর মধ্যে কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমুদ্রগামী জেলেদের অবশ্যই ২০ শে সেপ্টেম্বরের মধ্যে ও বরিশাল ও খুলনা বিভাগের জেলেদের অবশ্যই ২১ শে সেপ্টেম্বর এর মধ্যে উপকূলে ফেরত আসার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
Comments