সিরাজগঞ্জ এত গরম কেনো? ও শীত আসবে কবে জেনে নিন
#আবহাওয়া
বার্তা ডেস্ক
প্রকাশ-২৮অক্টোবর২০২৪, ০৪:৫৯
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থ : আল্লাহ এক আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল।
সিরাজগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষ সাংবাদিক শাকিল হোসেন বাপ্পী আবহাওয়া গবেষণায়
মহা সমারোহে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস যা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে আগামী ৭ থেকে ১০ দিন। পাকিস্তান, ভারত, নেপালের উপরে যে হলুদ ও লাল রং দেখা যাচ্ছে তা নির্দেশ করতেছে প্রচণ্ড শুষ্ক ও গরম বাতাসের উপস্থিতি। এই বাতাস পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী ১০ দিন এই গরম ও শুষ্ক বাতাসে থাকবে, এর ফলে এত গরম সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশ।
#বৃষ্টি পূর্বাভাস
এর মধ্যে আগামীকাল ২৯ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত সিরাজগঞ্জ বৃষ্টি থাকতে পারে ইনশাআল্লাহ।
![]() |
ছবি ৩০ ডিসেম্বর ২০২২ এর ফাইল ছবি |
শীত আসবে কবে?
শীত আসতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে আগামী মাসের ৭ তারিখ থেকে বা তার পরেরদিন ৮ তারিখ থেকে সিরাজগঞ্জে শীত পড়তে শুরু করবে এবং দিনের সময় কাল কম হওয়ায় সূর্য কিরণের তাপ কমতে থাকবে ধিরে ধিরে রাতের বড় হওয়ায় সিরাজগঞ্জে রাত ১২ টার পর থেকে শীত শীত অনুভূতি প্রকাশ পাবে এবং ভোরবেলা কুয়াশা পরবে এটা কুয়াশা নয় খোয়াশা, মুলত কুয়াশা পরতে শুরু করবে ৭ তারিখের পর তখন শীত পরবে,আগামী মাসের মধ্য নভেম্বর এর আগেই শীত পরবে ইনশাআল্লাহ।
Comments