দেশব্যাপী বৃষ্টিপাত পূর্বাভাস ৫ ই নভেম্বর (মঙ্গলবার) ও ৬ ই নভেম্বর (বুধবার) এবং শীত কুয়াশা পরবে কবে জেনে নিন

আবহাওয়া

 সিরাজগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সদ্স্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষ সাংবাদিক শাকিল হোসেন বাপ্পীর আবহাওয়ার গবেষণায়


একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী ৫ ই নভেম্বর (মঙ্গলবার) ও ৬ ই নভেম্বর (বুধবার) দেশের বিভিন্ন বিভাগে উপর বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

 বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

............> রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া পাবনা, নাটোর,রাজশাহী, ও চাপাইনবয়াবগঞ্জ, কুষ্টিয়া উপর হাল্কা পরিমাণ বৃষ্টি হবে, বিশেষ করে সিরাজগঞ্জ ও বগুড়া উপর বৃষ্টি  বেশী থাকতে পারে ৬ তারিখ বেলা ১২ টার পর থেকে এর আগে দিন ৫ তারিখ রাত ১২ টার পর বৃষ্টি শুরু হতে পারে ইনশাআল্লাহ। 

------> সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে।


----> সর্বনিম্ন পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। 



ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (৭ ই নভেম্বর মধ্যরাত পর্যন্ত)


ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স (WDs) বা পশ্চিমা লঘু চাপ হল সাব-ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট এর মধ্যে আটকে পড়া উচ্চ গতিবেগের বায়ুপ্রবাহ যা প ভূ-মধ্য-সাগরের উপরে সৃষ্টি হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতী উপ মহাদেশে পৌঁছে হিন্দুকুশ, কার্যক্রম এবং পশ্চিম হিমালয়ের উপর শীতকালে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায়। শীত কালে প্রতি বছর গড়ে ৬ থেকে ৭ টি শক্তিশালী ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স (WDs) বা পশ্চিমা লঘু চাপ ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে অতিক্রম করে। ভারত ও বাংলাদেশের উপরে শীতকালে বৃষ্টিপাতের জন্য বেশিভাগ ক্ষেত্রে দায়ী এই পশ্চিমা লঘু চাপ।



এখানে উল্লেখ্য যে এই পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমের পরের সপ্তাহেই দেশব্যাপী কুয়াশা ও শীত পড়া শুরু হবে ইনশাআল্লাহ। 


আমার আগের রিপোর্ট লিংক যেটা অনেক আগেই আপডেট দিয়েছিলাম। 

https://abohawanews.blogspot.com/2024/10/blog-post_54.html

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের