শুক্রবারের (২৭ শে ডিসেম্বর, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: শনিবার রাতে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আজ শুক্রবার দুপুর ৩ টা ১৫ মিনিট সময় জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে বাংলাদেশের আকাশ মেঘমুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। আজ শুক্রবার সকাল ১০ টার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
শনিবারের কুয়াশা পূর্বাভাস:
আগামীকাল শনিবার সকালে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের পশ্চিম দিকের জেলাগুলো এবং ময়মনিসংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতির আশংকা করা যাচ্ছে। কুয়াশা পড়ার সম্ভব্য জেলাগুলো নিম্নরূপ:
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, জয়পুরহাট, নওগাঁ,সিরাজগঞ্জ
খুলনা: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর
রংপুর: দিনাজপুর, ঠাকুরগাঁও
ময়মনসিংহ: নেত্রকোনা, ময়মনিসংহ
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর
সিলেট বিভাগ: সকল জেলা
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি
বৃষ্টিপাত পূর্বাভাস:
পশ্চিমা লঘু চাপের প্রভাবে আগামী শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার দুপুর ১২ টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল। এখানে উল্লেখ্য যে আপাতত ভাবে খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া.কম ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com
Comments