বৃহস্পতিবারের (২৬ শে ডিসেম্বর, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা বেজে ৫৫ মিনিটের সময় জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে বাংলাদেশের আকাশ মেঘমুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আগামীকাল শুক্রবার সকালে ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতির আশংকা করা যাচ্ছে।
আগামীকাল শুক্রবার সকালে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতির আশংকা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবার সকালে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার সকাল বেলার সর্বনিম্ন তাপমাত্রা কামে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: আজ সন্ধার পর থেকে দেশে ঠান্ডার পরিমান বৃদ্ধি পাওয়া শুরু করবে ইনশাআল্লাহ।
Comments