সিরাজগঞ্জে আজ বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ১২ টু ২৬ মে পর্যন্ত পূর্বাভাস
আজ ১২ ই মে- সকাল ৭ টা থেকে ১২ টার মধ্যে হাল্কা পরিমান বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এবং দুপুর ২ টার পর থেকে ৬ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ -বৃষ্টির হওয়ার ফলেও তাপমাত্রা কমছে না - আজ দিনের তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূতি হবে।
১৩- মে- দিনের ও রাতের যে কোন সময় বৃষ্টি হতে পারে৷
বজ্রপাত বৃষ্টি হতে পারে দুপুর পর।
তাপপ্রবাহ- দিনে থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও রাতে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও গরম অনুভূতি হবে।
১৪ মে- দপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বৃষ্টি হতে পারে।
বজ্রপাত সহ বৃষ্টি
৩ টা থেকে ৬ টার মধ্যে ভারী বজ্রপাত কালবৈশাখী ঝড় হতে পারে।
তাপপ্রবাহ- দিনে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ৫ টা পর্যন্ত তার পর কেটে যাবে তাপমাত্রা এর ফলে মৃদু শীতলতা অনুভূতি হবে।
১৫ মে- দুপুর ১ টার পর থেকে ৮ টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত।
মূলত ১৫ তারিখ থেকে বৃষ্টি বাড়বে।
তাপমাত্রা-দিনে ৩৫ ও রাতে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমার সম্ভাবনার তারিখ নিচে দেয়া হলো।
১৬- ১৭-১৮-১৯-২০-২১-২২-২৩-২৪- ২৫-২৬-তারিখ পর্যন্ত বৃষ্টি অথবা তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির আশংকা হয়েছে৷
এর মধ্যে ২১ মে রাত ১০ টা থেকে ২৬ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে এ সময় বজ্রপাতও হবে ইনশাআল্লাহ।
এ সময় নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিচ্ছি-
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ স্থানে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শোবেন না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
বিঃদ্রঃ আবহাওয়া পরিবর্তন হতে পারে।
Comments