সুখবর সিরাজগঞ্জবাসী ও গণমাধ্যমকর্মী



আজ ২৮ মে দুপুর ১ টার পর থেকে বজ্রপাত সহ বৃষ্টি হতে হতে চলছে এই বৃষ্টি চলবে ১ জুন পর্যন্ত। 

তুমুল বৃষ্টি বলয় আমার নাম দেয়া। 

বেশী সক্রিয়  রাজশাহী বিভাগের সকল জেলা। 

বজ্রপাত অল্প 
কালবৈশাখী নেই 
৬৪ জেলায় এই বৃষ্টি চলবে একযোগে। 

এর মধ্যে আগামীকাল ২৯ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত টানা বৃষ্টি হবে সারাদিন ইহা একটি শক্তিশালী বৃষ্টি বলয়। 

সিরাজগঞ্জ এই দিনে ১৫০+ মিলিমিটার বৃষ্টি হবে। 

তাই আজ  দূরে যাওয়ার সম্ভাবনা থাকলে ১ টার আগেই চলে আসবেন ও মহান আল্লাহ্ তায়ালা কছম ২৯থেকে৩১ এই তিন দিন যে যার জায়গায় থাকবে মানে বাসায়। 

আজের তাপমাত্রা থাকবে দিনের ৩৪ ডিগ্রি সেলসিয়াস এতে গরম অনুভূতি হবে বেশী ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

এই বৃষ্টি ২ তারিখ পর থেকে কমে আসবে এবং আগাম জানিয়ে রাখছি ২ টি বিষয়ে:

১- এই বৃষ্টি চলে গেলে আসছে শক্তিশালী  তাপপ্রবাহ। 
২- আগামী ৮ তারিখ থেকে আবারো বৃষ্টি সক্রিয় হতে হবে। 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?