সুখবর সিরাজগঞ্জবাসী ও গণমাধ্যমকর্মী
আজ ২৮ মে দুপুর ১ টার পর থেকে বজ্রপাত সহ বৃষ্টি হতে হতে চলছে এই বৃষ্টি চলবে ১ জুন পর্যন্ত।
তুমুল বৃষ্টি বলয় আমার নাম দেয়া।
বেশী সক্রিয় রাজশাহী বিভাগের সকল জেলা।
বজ্রপাত অল্প
কালবৈশাখী নেই
৬৪ জেলায় এই বৃষ্টি চলবে একযোগে।
এর মধ্যে আগামীকাল ২৯ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত টানা বৃষ্টি হবে সারাদিন ইহা একটি শক্তিশালী বৃষ্টি বলয়।
সিরাজগঞ্জ এই দিনে ১৫০+ মিলিমিটার বৃষ্টি হবে।
তাই আজ দূরে যাওয়ার সম্ভাবনা থাকলে ১ টার আগেই চলে আসবেন ও মহান আল্লাহ্ তায়ালা কছম ২৯থেকে৩১ এই তিন দিন যে যার জায়গায় থাকবে মানে বাসায়।
আজের তাপমাত্রা থাকবে দিনের ৩৪ ডিগ্রি সেলসিয়াস এতে গরম অনুভূতি হবে বেশী ও রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এই বৃষ্টি ২ তারিখ পর থেকে কমে আসবে এবং আগাম জানিয়ে রাখছি ২ টি বিষয়ে:
১- এই বৃষ্টি চলে গেলে আসছে শক্তিশালী তাপপ্রবাহ।
২- আগামী ৮ তারিখ থেকে আবারো বৃষ্টি সক্রিয় হতে হবে।
Comments