আজ ৬ নভেম্বর বুধবার রাত ও দিনের বৃষ্টির আর কুয়াশা এবং শীত পরবে কবে জেনে নিন সিরাজগঞ্জ জেলা জন্য শুধুমাত্র
আলহামদুলিল্লাহ
সিরাজগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সদ্স্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষ সাংবাদিক শাকিল হোসেন বাপ্পীর আবহাওয়ার গবেষণায়
---->আজ রাত ২ টা থেকে ভোর ৫ টার মধ্যে বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ শীলা বৃষ্টি।
একই দিনের যে কোন সময় মাঝামাঝি মানের বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলা ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ।
তাপমাত্রা ---> বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা থাকতে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও রাতে ২২ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন একই থাকবে ইনশাআল্লাহ।
কুয়াশা--->আজ ভোরের দিকে কুয়াশা পরবে একই দিনে আজ ৬ নভেম্বর রাত ১১ টার পর থেকে ৭ তারিখ ভোর ৭ টার পর্যন্ত এই কুয়াশা বলয় থাকবে ইনশাআল্লাহ।
শীত আসবে কবে?--->আগামী ১৩ ই নভেম্বর বুধবার থেকে শীত পরতে পারে বা পরবে ইনশাআল্লাহ।
শীতের গরম কাপড় রেডি করে রাখবেন কাঁথা নয় কম্বল লাগতে পারে ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ আবহাওয়া রাডার দিনে ২ বার ও রাতে ২ বা আপডেট দেয় - আমার এই আবহাওয়া বিষয়ক ৩ থেকে ৫ ঘন্টা কম বেশী হতে পারে৷
Comments