সিরাজগঞ্জে আজ থেকে যেমন থাকবে আবহাওয়া ও কুয়াশা

 

ক্ষুদ্র আবহাওয়াবিদ শাকিল হোসেন বাপ্পীর গবেষণায়। 

জাপানের  কৃত্রিম -ভু উপগ্রহ থেকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সোমবার ২৫নভেম্বর২৪ সকাল ৯ টায় দেখা যায়। 

-->সিরাজগঞ্জে আজ দুপুর ৩ টার পর থেকে ধারাবাহিক ভাবে শীতকাল শুরু আজ সারাদিন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান থাকবে। 

-->সিরাজগঞ্জে রাতে থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। 

--->এবারের শীত গতবছরের তুলনায় বেশীই থাকবে গতবছরের শীতকালে ছিলো এন নিনোর প্রভাব এন নিনো হলো গরম বায়ূ যার কারণে শীত থাকলেও তেমন শীত অনুভূতি হয় নাই। 

--->আর ২০২৪ এর শীতকালে থাকবে লা নিনার প্রভাব এর অর্থ হলো ঠান্ডা বায়ু সক্রিয় থাকবে। 

-->সিরাজগঞ্জে এবার ভালোই শীত পরবে  যাহা ১৯৯০ এর পর রেকর্ড হবে ইনশাআল্লাহ। 

---->কুয়াশার আপডেট 

-->আজ সন্ধা পর থেকে সিরাজগঞ্জ সদর ও কোন কোন উপজেলায় গ্রাম থেকে সদরে কুয়াশার পরিমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ । 

তাপমাত্রা ও বৃষ্টির পূর্বাভাস

-------------------------------------->

-->তবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দক্ষিনাঞ্চল ও মধ্যাঞ্চলে উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে সিরাজগঞ্জে বৃষ্টি শুরু  হতে পারে দুপুর পরে। 



Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের

সিরাজগঞ্জ জেলা জুড়ে কালবৈশাখী ঝড় এর পূর্বাভাস

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?