সিরাজগঞ্জে আজ থেকে যেমন থাকবে আবহাওয়া ও কুয়াশা
ক্ষুদ্র আবহাওয়াবিদ শাকিল হোসেন বাপ্পীর গবেষণায়।
জাপানের কৃত্রিম -ভু উপগ্রহ থেকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সোমবার ২৫নভেম্বর২৪ সকাল ৯ টায় দেখা যায়।
-->সিরাজগঞ্জে আজ দুপুর ৩ টার পর থেকে ধারাবাহিক ভাবে শীতকাল শুরু আজ সারাদিন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান থাকবে।
-->সিরাজগঞ্জে রাতে থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
--->এবারের শীত গতবছরের তুলনায় বেশীই থাকবে গতবছরের শীতকালে ছিলো এন নিনোর প্রভাব এন নিনো হলো গরম বায়ূ যার কারণে শীত থাকলেও তেমন শীত অনুভূতি হয় নাই।
--->আর ২০২৪ এর শীতকালে থাকবে লা নিনার প্রভাব এর অর্থ হলো ঠান্ডা বায়ু সক্রিয় থাকবে।
-->সিরাজগঞ্জে এবার ভালোই শীত পরবে যাহা ১৯৯০ এর পর রেকর্ড হবে ইনশাআল্লাহ।
---->কুয়াশার আপডেট
-->আজ সন্ধা পর থেকে সিরাজগঞ্জ সদর ও কোন কোন উপজেলায় গ্রাম থেকে সদরে কুয়াশার পরিমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ ।
তাপমাত্রা ও বৃষ্টির পূর্বাভাস
-------------------------------------->
-->তবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দক্ষিনাঞ্চল ও মধ্যাঞ্চলে উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে সিরাজগঞ্জে বৃষ্টি শুরু হতে পারে দুপুর পরে।
Comments