আজ সোমবার থেকে বাংলাদেশের উপর দিয়ে কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু

ব্রেকিং নিউজ: আজ সোমবার (ডিসেম্বর ৩০, ২০২৪) থেকে শুরু করে আগামী ১ সপ্তাহ বাংলাদেশের উপর দিয়ে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের আজ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সোমবার ভোর থেকে ঘন কুয়াশা প্রবেশ করা শুরু করেছে রংপুর ও রাজশাহী বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে। ----> আজ সোমবার সন্ধ্যার পর থেকে পুরো দমে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলা। ------> আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। -------> মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রবেশ করার আশংকা করা যাচ্ছে খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে। --------> বুধবার সন্ধ্যার পরে কুয়াশা পৌঁছে যাওয়ার আশংকা করা যাচ্ছে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। --------> বুধবার সারাদিন রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। --------> আগামী বুধবার ...