⚠️আজ রাতের পূর্বাভাস⚠️


২০২৫ সাল বৃষ্টিময় বছর হতে পারে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে।

কুরবানি ঈদ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির খুব একটা উন্নতির সম্ভাবনা নেই। এখন যেমন চলছে, আগামী ৭জুন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমনি থাকার সম্ভাবনার কথা ইঙ্গিত করছে বেশ কটি জনপ্রিয় মডেল।

প্রতিদিনই আকস্মিক ঝড় বৃষ্টির কথা মাথায় রেখেই চলতে হবে, জুলাই এর আগে সম্ভাবনা নেই উন্নতির। 


ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশের মধ্যে দিয়ে দেশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও বরিশাল খুলনা বিভাগ দিয়ে। 

আজ রাতে সিরাজগঞ্জে মাঝামাঝি থেকে ভারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে প্রবল। 
আজ থেকে মূলত বৃষ্টিপাত সিরাজগঞ্জে বৃদ্ধি পাবে। 

তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও রাতে থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। 


সম্ভাব্য সময় 



৪টা- বজ্রপাত সহ বৃষ্টি ৬০%
৫টা- বজ্রপাত সহ বৃষ্টি ৬০%
৬টা- বজ্রপাত সহ ৬০%
৭-টা বৃষ্টি৬১%
৮ টা-টা৬৮% 
৯ টা-১০-১১-১২-১-৬
৯ টা থেকে ৬ টা পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 



লঘুচাপ/নিম্নচাপ/গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি
হওয়া গভীর সঞ্চরণশীল বৃষ্টি যুক্ত মেঘ ও উত্তর-
পশ্চিমমুখী মৌসুমি বায়ু-প্রবাহের সরাসরি সংঘর্ষ ঘটবে
বাংলাদেশের উপরে লঘুচাপ সৃষ্টির একদম শুরু থেকে
শেষ পর্যন্ত তাই বাংলাদেশের উপরে ভারি থেকে খুবই
ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ২৯, ৩০, ও ৩১ শে
মে ও ১ লা জুন এই ৪ দিন। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের
আশংকা করা যাচ্ছ রংপুর, ময়মনসিংহ। 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

জরুরী বৃষ্টিপাত পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা সহ ৪ টি বিভাগে

সিরাজগঞ্জ জেলার জন্য বৃষ্টি ও তাপপ্রবাহের পূর্বাভাস

📅 আজ ৩০ মে ও আগামী ৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সিরাজগঞ্জ সহ ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা (৬ ই এপ্রিল, ২০২৫)

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় বৃষ্টি,দিন,ঘূর্ণিঝড় এর পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার আগেই আমি সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপীর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি মে মাসের

আজ থেকে ৪৮ ঘন্টার জন্য সিরাজগঞ্জ জেলাব্যাপীর জন্য সর্তকতা বার্তা আমার

সিরাজগঞ্জ জেলার জন্য আজ রাতের বৃষ্টি পূর্বাভাস আর শুক্রবারের বৃষ্টি ২০২৪ সালের বর্ষা কাল শেষ হবে কবে?

সিরাজগঞ্জ বৃহস্পতিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস ও দিনের